ভূমি মন্ত্রণালয়ে ৭৭ পদে চাকরি
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৫:২২:১০
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন গুচ্ছগ্রাম-২ পর্যায় প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্পকালীন (জুন-২০২০) ২২ পদে ৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
পদগুলোর মধ্যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে একজন, রিজিওনাল ইঞ্জিনিয়ার পদে দুজন, প্রোগ্রামার পদে একজন, সিনিয়র মনিটরিং অফিসার পদে তিনজন, প্রোগ্রাম অ্যান্ড পাবলিকেশন অফিসার পদে একজন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে দুজন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ছয়জন, মনিটরিং অফিসার পদে নয়জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তিনজন, জুনিয়র অফিসার পদে পাঁচজন, অ্যাকাউন্ট্যান্ট পদে একজন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে একজন, স্টোরকিপার পদে একজন, ডাটা এন্ট্রি অফিসার পদে পাঁচজন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে তিনজন, ড্রাইভার পদে আটজন, ডেসপাচ রাইডার পদে একজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, ক্যাশ সরকার পদে একজন, সিকিউরিটি গার্ড পদে আটজন, এমএলএসএস পদে ১০ জন এবং সুইপার পদে চারজনকে নিয়োগে দেওয়া হবে। মর্যাদা ও গ্রেডের ক্রমানুযায়ী পদগুলোতে বেতন দেওয়া হবে ১৫ হাজার ৫৫০ থেকে ৭৬ হাজার ৫০০ টাকা।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজসহ (সমকাল, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৬) আবেদন করতে পারবেন ‘ন্যাশনাল ডাইরেক্টর, গুচ্ছগ্রাম-২ পর্যায় (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) প্রকল্প, ৩/এ, নীলক্ষেত বাবুপুরা, ঢাকা-১২০৫’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সানবিডি/ঢাকা/আহো