টেকনাফে প্রায় ১৬ কোটি টাকার আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৬ ১৫:৪৮:৩২


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)টেকনাফে নাফ নদীরে সীমান্ত এলাকা থেকে ৩.১৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল বেড়িবাঁধে আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। শনিবার ভোরে সন্দেহভাজন ২ মাদক চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের প্রবেশ করে। দেখা মাত্র চ্যালেঞ্জ করে খুব দ্রুত গতিতে তাদের দিকে অগ্রসর হয় টহল দল।’

তিনি আরও বলেন, ‘বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে উক্ত সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে তাদের থামানোর চেষ্টা করে বিজিবি। এসময় চোরাকারবারীরা তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে নাফ নদী সাঁতারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে টহল দল।’

উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫ কোটি ৮৫ লক্ষ টাকার মূল্যমানের ৩.১৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘চোরাকারবারীদের শনাক্তে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

সানবিডি/এনজে