সূচক বেড়েছে ভারতের পুঁজিবাজারে

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-২৬ ১৮:৫৪:১১


অব্যাহত ভাবে কমতে থাকা ভারতের শেয়ার বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ এক সপ্তাহ পর সুখবর এসেছে ভারতের শেয়ার বাজারে।

মিন্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে টানা সাত দিনের পতনের পর ভারতের শেয়ার বাজারে গড়ে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ।

একই সাথে সেনসেক্স ১,৩২৮.৬১ পয়েন্ট বা ২.৪ শতাংশ বেড়ে ৫৫,৮৫৮.৫২ পয়েন্ট দিয়ে দিন শেষ করেছে। এবং নিফটি ৪১০.৪০ পয়েন্ট বেড়ে ১৬,৬৫৮.৪০ এ পৌঁছেছে।

এদিকে লন্ডন, প্যারিস, টোকিও এবং সাংহাই’র শেয়ার বাজারে সুচক বাড়লেও কমেছে হংকংয়ে। একই সাথে রাশিয়ার শেয়ার বাজারে সুচক বেড়েছে ১৫ শতাংশ।

ভারতের শেয়ার বাজারে কোল ইন্ডিয়া, টাটা মোটরস, টাটা স্টিল, আদানি পোর্টস এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এর শেয়ারের দাম বেড়েছে। একই সাথে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, নেসলে ইন্ডিয়া এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড’র শেয়ারের দাম সবচেয়ে বেশি পতন হয়েছে।

ভারতের শেয়ার বাজারে পিএসইউ ব্যাংক, মেটাল এবং রিয়েলটি’র সূচক বেড়েছে ৪-৬ শতাংশ। মাঝারি এবউ ছোট মুলনি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এসএ /এনজে