মেসি-এমবাপে নৈপুণ্যে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১০:৩২:২৮


যতই দিন গড়াচ্ছে পিএসজিতে মানিয়ে উঠছেন নিওনেল মেসি। পাশাপাশি নেইমার, এমবাপের সাথের বোঝাপড়াটাও হচ্ছে দারুণ। গতরাতের ম্যাচে কিলিয়েন এমবাপের জোড়া গোলে সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। অবশ্য এমবাপের দুটি গোলেই অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দলের অন্য গোলটি করেন দানিলো পেরেইরা।

এই জয়ের ফলে লিগ ওয়ানে জয়ের পথে ফিরলো মাওরিসিও পচেত্তিনোর দল। ২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস।

শনিবার রাতে ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। এমবাপের কাছ থেকে বল উড়িয়ে মেরে ভাল সুযোগ নষ্ট করেন নেইমার। এর কিছুক্ষণ পর ইউসুফের শট ফিরিয়ে পিএসজির জাল অক্ষত রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা।  কিন্তু ১৬ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে পিএসজি। নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরার। বল পেয়ে সহজেই গোল করেন এতিয়েনের দেনিস বুয়াঙ্গা।

পিছিয়ে পড়ে ঘুরে দাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ২২ মিনিটে মেসির ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। ২৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি শট ঠেকান তিনি। বিরতির আগে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। এর চার মিনিট পর মেসির অ্যাসিস্টে আবারও গোল করেন এমবাপে।

ম্যাচের ৫২ মিনিটে এমবাপের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান পিএসজির পেরেইরা। ম্যাচের বাকি সময়েও আক্রমণ চালিয়ে যায় পিএসজি। ৭৪তম মিনিটে মেসির পাস থেকে দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল দি মারিয়ার দারুণ শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

এম জি