বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৩:১৬:২২
অমর একুশে গ্রন্থমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
করোনা সংক্রমণের কারণে অনিশ্চিত ছিল এবারের বইমেলা। বরাবর ফেব্রুয়ারি মাসের এক তারিখে শুরু হয়ে ২৮ তারিখ শেষ হতো বইমেলা। এবারে ফেব্রুয়ারির প্রথম দিকে সংক্রমণের হার বেশি থাকায় ১৫ ফেব্রুয়ারি মেলা শুরু হয়।
প্রথমে বইমেলা ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত অর্থাৎ দুই সপ্তাহ হওয়ার প্রস্তুতি নিয়ে শুরু করা হয়। পরবর্তী সময়ে করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় মেলার সময় বাড়ানো বিষয়ে চিন্তা ভাবনা করেন কর্তৃপক্ষ। এরই ফলশ্রুতিতে আজ আনুষ্ঠানিকভাবে বইমেলার সময় ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে বাড়িয়ে ১৭ মার্চ পর্যন্ত করার কথা ঘোষণা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিদিন বইমেলা চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।