বশেমুরবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের কর্মসূচি ঘোষণা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-২৭ ১৪:৩৪:৪৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত রয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তারা। বিকালে ধর্ষণবিরোধী নাটক ও সন্ধ্যায় আলোর মিছিলের আয়োজন রয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। দুই দিন ধরে সড়কে অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।