পর্ন দেখো তিমি বাঁচাও! স্লোগান পর্নহাবের
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৬:২১:৩১
শুনতে অবাক লাগছে তো? ভাবছেন আপনি পর্ন ছবি দেখলে কী ভাবে তিমিদের বাঁচানো যাবে? তবে এটাই সত্যি। তিমি বাঁচাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’। কিন্তু পর্ন দেখলে কী ভাবে বাঁচবে তিমি?
বিভিন্ন কারণে পৃথিবী ক্রমশ থেকে হারিয়ে যাচ্ছে তিমি। এদের রক্ষা করতে কাজ করে মকলিপস ক্যাটেগোরিক্যাল সোসাইটি নামের একটি সংস্থা। পর্নহাব এই সংস্থাকেই অর্থ সাহায্য করবে। ওই পর্ন ওয়েবসাইটে প্রতি ২০০০ ভিউ প্রতি তারা এক সেন্ট করে তিমি বাঁচানোর প্রকল্পে দান করবে।
পর্নহাবের টার্গেট এ ভাবে ২০ হাজার ডলার তুলে দেবে ওই সংস্থার হাতে। আর সেটা ওই ওয়েবসাইটে ছয় বিলিয়ন ভিউ হলে তবেই সম্ভব। পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইসের কথায়, ‘‘এই ধরনের ক্যাম্পেনের মাধ্যমে আমরা বোঝাতে পারি পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণীদের বিষয়ে আমরা কতটা উদ্বিগ্ন।’’
গত ১৩ ফেব্রুয়ারি থেকে এই স্পেশাল ক্যাম্পেন শুরু করেছেন পর্নহাব কর্তৃপক্ষ। সেদিনই ছিল বিশ্ব তিমি দিবস। ক্যাম্পেন চলবে ফ্রেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত।
সানবিডি/ঢাকা/আহো