বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৭ ২০:৪৪:৩৫


চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলার শিকার থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন ছোট ভাই।গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় বড় ভাইয়ের সঙ্গে হামলার শিকার হন তিনি।

এ ঘটনায় বড় ভাই পারভেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হায়দার (২৩) চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা কালুরঘাট এলাকার আবদুর রশিদ কেরানী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। ওই এলাকার এএলখান উচ্চ বিদ্যালয়ের সামনে তার একটি স্টেশনারি দোকান রয়েছে।

এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বড় ভাই জয়নাল আবেদীন। চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ওমর ফারুক, হাসান ওরফে জিকু, বাদশা ও রনি। মামলার অন্য আসামিরা হলেন- রুবেল, শামীম, শাকিল, শফি, শিপন, আমিনুল হক, মোহাম্মদ আলী, সেলিম, হানিফ ও শামীম।

নিহতের বড় ভাই জয়নাল আবেদীন জানান, তার ছোট ভাই পারভেজের সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা ছিল। শনিবার বিকালে ছাগলের জন্য ঘাস কাটতে বিলে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে আসামিরা কিরিচ-ছোরা দিয়ে পারভেজের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার আরেক ছোট ভাই হায়দার ঘটনাস্থলে ছুটে যান।

তারা তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় হায়দারের মৃত্যু হয়।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘এর আগে পারভেজ অপর পক্ষের একজনকে মেরেছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবারও পারভেজ লোকজন নিয়ে হামলা চালাতে যান। এ সময় প্রতিপক্ষের হাতে উল্টো হামলার শিকার হন তিনি। রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সানবিডি/এনজে