সুদের হার বাড়িয়ে ২০ শতাংশ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৭:৪৩:৪১


ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ৯.৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদের হার ২০ শতাংশ করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়ে সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক নাটকীয় এ পদক্ষেপ নেয়। খবর বিবিসির।

ইউক্রেনে অব্যাহত হামলার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় কমিশন রোববার রাশিয়ার বেশ কিছু ব্যাংককে সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার ধকল সামলাতে রাশিয়া সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলে, রাশিয়ান অর্থনীতির বাহ্যিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। সুদের হার বৃদ্ধি আর্থিক ও মূল্য স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করবে এবং মূল্যহ্রাস থেকে রক্ষা পাবে নাগরিকদের সঞ্চয়।

অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুদের হারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

জানুয়ারিতে রাশিয়ার বার্ষিক মূল্যস্ফীতির হার গিয়ে দাঁড়িয়েছে ৮.৭৩ শতাংশে, যা আগের মাসে ছিল ৮.৩৯ শতাংশ। এটি ২০১৬ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে বহু দেশ নিজেদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সানবিডি/এনজে