রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৯:০৮:৪৫
রাজশাহীতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইনসহ আল-আমিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ৫৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে দামকুড়া থানায় মামলা করা হয়েছে। আসামি আল-আমিনের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা মহল্লায়।
সানবিডি/এনজে