১৯ মিলিয়ন ডলারে দুটি পুরাতন উড়োজাহাজ কিনেছে বিমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ২০:৫৭:৫৭
আয়ারল্যান্ড থেকে ২০০৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২টি বোয়িং ৭৩৭ -৮০০ উড়োজাহাজ লিজ নেয়। চুক্তির মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি ফেরত দিতে বিমানের খরচ হতো ৬ দশমিক শূন্য ৮ মিলিয়ন ডলার। কিন্তু ফেরত না দিয়ে অতিরিক্ত সাড়ে ১৩ মিলিয়ন ডলার খরচ করে উড়োজাহাজ দুটি কিনে ফেলেছে বিমান।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমান।
এ বিষয়ে বিমানের পরিচালক এয়ার কমোডোর (অব.) মো. মাহবুব জাহান খান বলেন, ওই দুটি উড়োজাহাজ ৭৩৭–৮০০ মডেলের। বয়স ২০ বছরের কাছাকাছি। উড়োজাহাজ দুটি বিমান ব্যবহার করেছে ১২ বছর ধরে। দুটি উড়োজাহাজের চারটি ইঞ্জিন প্রায় সম্পূর্ণ ঠিক করা হয়েছে। এ দুটিকে ফেরত দিতে গেলে প্রায় ৫২ কোটি ৩৩ লাখ টাকা (৬ দশমিক শূন্য ৮ মিলিয়ন ডলার) খরচ হবে। আর কিনতে কিনতে প্রায় ১৯ মিলিয়ন ডলারের মতো লাগছে। ফলে অতিরিক্ত সাড়ে ১৩ মিলিয়ন ডলার খরচ করে বিমান দুটি কিনে ফেলা হলো।
সানবিডি/এনজে