যেমন ভালোবাসা দিবস কাটালেন মেসি-রোনালদো

আপডেট: ২০১৬-০২-১৫ ১৮:৫৫:৩৫


index_102291ভ্যালেন্টাইনস ডে’তে বার্সেলোনা তারকা লিওনেল মেসির কাছে হার মানলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো! কারণ এবারের ভ্যালেন্টাইনস ডে নাকি একাই কাটিয়েছেন সিআর সেভেন। অথচ উপহার হিসাবে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর থেকে মেসি পেয়েছেন ভালবাসার চুম্বন। কিন্তু রোনালদো সেই জগৎ থেকে রইলেন অনেক দূরে।

রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়ে গিয়েছে আট মাস। রোনালদোর সঙ্গে নতুনভাবে জড়িয়েছে আরও অনেক সুন্দরীর নাম। কিন্তু মাঠের বাইরে তাঁর একাকীত্ব যে এখনও কাটেনি, তা স্পষ্ট হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। সাবেক বান্ধবী ইরিনার সঙ্গে এই মুহূর্তে হলিউডের অভিনেতা ব্র্যাডলি কুপারের অন্তরঙ্গতা নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ব্রিটিঁশ এবং মার্কিন সংবাদমাধ্যম। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ইরিনা ফেসবুকে একটি ছবিও পোস্ট করেছেন।

লাল রংয়ের পোশাক পরা ইরিনা একটি টেডি বিয়ার নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘ধরে নিন আমি ভ্যালেন্টাইনসকে পেয়ে গিয়েছি’। পিছিয়ে নেই মেসির বান্ধবী আন্তোনেল্লাও। মেসির সঙ্গে তাঁর গভীর চুম্বনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তোনেল্লা মন্তব্য করেছেন, ‘হ্যাপি সেন্ট ভ্যালেন্টাইন! আমি তোমাকে খুব ভালবাসি’।

কিন্তু প্রেমদিবসে অদ্ভুতভাবেই নীরব রোনালদো। তিনি পোস্ট করেছেন অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ম্যাচের দু’টি ছবি। টুইট করেছেন, ‘দারুণ জয় পেলাম’। পুরস্কার হিসাবে পেলেন তাঁর কোচ জিনেদিন জিদানের প্রশংসা। রিয়াল মাদ্রিদ ম্যানেজার বলেছেন, ‘ও তো অবিশ্বাস্য ফর্মে রয়েছে।’ যোগ করেছেন, ‘একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ও গতিতেই শেষ করে দিতে পারে প্রতিপক্ষকে। রোনাল্ডো আবারও প্রমাণ করে দিয়েছে, ও কী সাংঘাতিক ফর্মে রয়েছে।’

সানবিডি/ঢাকা/রাআ