চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশের উপ মহাপরিদর্শকের মতবিনিময় সভা
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৯:৪০:২৯
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (বিশেষ শাখা) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের সাথে জনগনের সম্পর্ক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক শক্তি হতে পারেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশবাহিনীর শীর্ষস্থানীয় এই কর্মকর্তা এসব কথা বলেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, শাহ মো. মাকসুদ, ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, রহিম বাদশা, ফারুক আহম্মদ, আব্দুল আউয়াল রুবেল, জিএম শাহীন।
সানবিডি/ঢাকা/রাআ