সমুদ্র সম্পদ আহরণে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৬ ১৩:০৯:৩৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫ পরবর্তী কোনো সরকারই দেশের সমুদ্র সীমায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অধিকার প্রতিষ্ঠা করেছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’ অবলোকন অনুষ্ঠানে যুক্ত হন।

এসময় প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ আহরণে আরও বেশী তৎপর হওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। এ সরকার সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছে।

করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রীর যাতায়াত সীমিত হওয়ায় তিনি এ অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকতে পারেনি বলে জানান তিনি।