রফিকুলসহ ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশ: ২০১৬-০২-১৬ ১৭:৫০:১১
পল্টন থানার এসআই শফিকুল ইসলাম এবং এসআই মিজানুর রহমান মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে ৯(১)১৫ নম্বর মামলায় বিস্ফোরক ও দন্ডবিধি আইনে এ অভিযোগপত্র দুটি দাখিল করেন।
অভিযোগপত্রে অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন- আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, আব্দুল আওয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, রাজিব আহসান, হাবীবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দি টুকু, মীর শরাফাত সফু ও খায়রুল কবির খোকন।
এদের মধ্যে দুদু, এ্যান ও রাজিব জামিনে রয়েছেন। অপর আসামিরা পলাতক থাকায় তারাসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা।অভিযোগপত্র গ্রহণ হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।
মামলায়ি আন্দালিব রহমান পার্থ, ছাত্রদল নেতা সেকেন্দার ও টিটু নামের এক আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। আগামি ৬ মার্চ মামলার ধার্য তারিখ রয়েছে। ওই দিনই অভিযোগপত্র গৃহীত হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউস্থ রূপালী ব্যাংকের সামনে একটি বাসে আসামিরা ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় মামলা দায়ের করেন ওই বাসের চালক নুরুল ইসলাম।