ফাঁকিবাজ নেইমারের গলায় পাড়া!!

আপডেট: ২০১৬-০২-১৬ ২০:০৫:৪০


capture_102384কর ফাঁকি দেয়ার মামলায় নেইমারের ৩৪০ কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের আদালত। এই সম্পত্তির মধ্যে তারকার ব্যক্তিগত জেট বিমান, প্রমোদতরী রয়েছে।

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন। এই সময়ে তিনি ৬৩ মিলিয়ন রিয়াল কর ফাঁকি দেন। পরে বার্সার সঙ্গে চুক্তি করার পরও তার বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। গত সপ্তাহে সম্পত্তি বাজেয়াপ্ত রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন নেইমার। কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত।

ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বাঁচানোর কোনো উপায় নেই। বরং তিনি জেল খাটার হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে পারেন।

জানুয়ারিতে নেইমার এবং তার বাবাকে ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত বকেয়া করের জন্য এক লাখ ইউরো জরিমানা করা হয়। এখনো সেই জরিমানার টাকা নেইমারের পরিবার শোধ করেনি।

ব্রাজিলের ফেডারেল ট্যাক্স সংস্থার কর্মকর্তা ল্যাগারো জুং মার্টিনস বলছেন, যদি নেইমার তার বকেয়া কর শোধ করে দেন তাহলে হয়তো তাকে জেলে যেতে হবে না।

‘তিনি এখনো রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কিন্তু এটা পরের সিদ্ধান্ত। যদি তিনি আদালতের পাওনা বুঝে দেন, তবে ছাড় পেতে পারেন। আমাদের আইন অতটা কড়া নয়।’ বলেন মার্টিন।

নেইমার পরবর্তী সিদ্ধান্ত কী নিবেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। অপেক্ষায় ব্রাজিল। অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সানবিডি/ঢাকা/রাআ