নওগাঁয় গ্রাম পুলিশ সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০২-১৬ ২১:১৭:৩১


Naogaon Pic 16.02 2016_1আইন শৃঙ্খলা সমুন্নত রাখা র পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে গ্রাম পুলিশদের নিয়ে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গ্রাম পুলিশ সমাবেশ। গতকাল মঙ্গলবার দুপুরে মান্দা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মান্দা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুর রহমান খান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও গ্রাম পুলিশ সদস্য বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে গ্রাম পুলিশের কার্যক্রমের প্রশংসা তুলে ধরেন। এছাড়া পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের সহযোগীতা করার আহবান জানান। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গ্রাম পুলিশদের পুরষ্কৃত করার ও প্রতিটি এলাকায় গ্রাম পুলিশ সমাবেশ আয়োজনের ঘোষনা দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সমাবেশ শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সানবিডি/ঢাকা/রাআ