মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট: ২০১৬-০২-১৭ ১২:০৩:২৫


cross.fireজেলার মহেশখালীতে ডাকাতদের দুই গ্রুপ ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌসসহ পুলিশের ৩ সদস্য।

বুধবার ভোরে মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের দারিয়ার খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মোহাম্মদ মুরাদ (৩২) মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দারিয়ার খাঁ এলাকার শাহাদত হোসেনের ছেলে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, মাতারবাড়ির দারিয়ার খাঁ এলাকায় সেতু ও একরাম ডাকাতদলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। ওইখানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করে পুলিশ।

এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ডাকাতরা বিচ্ছিন্নভাবে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ ডাকাতকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও অপরহরণের ঘটনায় দুইটি মামলা রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস