২৮ বছর পর ডিগ্রির সার্টিফিকেট পেলেন শাহরুখ

প্রকাশ: ২০১৬-০২-১৭ ১৬:৪৬:৫৩


Shahrukh.2সেই ১৯৮৮ সালের কথা। তখন দিল্লীর হংসরাজ কলেজে কেবল ডিগ্রি শেষ করেছেন বর্তমান বলিউডের কিং খান শাহরুখ! কিন্তু থিয়েটার আর অভিনয়ে এতটাই মশগুল ছিলেন যে কখনো আর ডিগ্রির সার্টিফিকেটটি নেয়ার ফুসরত ছিল না! অতঃপর দীর্ঘ ২৮ বছর পর তার হাতে তুলে দেয়া হল ইকোনোমিক্সে ডিগ্রির সার্টিফিকেট!

শাহরুখ অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যান’-এর প্রথম গান মুক্তি পেল গতকাল। তার আগেই ঘোষণা দিয়েছিলেন যে ‘ফ্যান’ ছবির প্রথম গানটি শাহরুখ মুক্তি দিতে চান দিল্লীতে, নিজের জন্মস্থানে গিয়ে! এমনকি নিজের কলেজের মাঠে। যেখানে উপস্থিত থাকবেন তার প্রাক্তন কলেজের বর্তমান শিক্ষার্থী আর শিক্ষকেরা। কথামত ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই দিল্লীর হংসরাজ কলেজের মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। দুপুর নাগাদ সেখানে গিয়ে হাজির হন তিনি, সবার সামনেই ফ্যান ছবির প্রথম গানটি উম্মোচন করেন। আর সেখানেই তাকে দেয়া হয় ২৮ বছর আগে কলেজ ছেড়ে যাওয়া কিন্তু ডিগ্রী না নিয়ে যাওয়া অর্থনীতির ডিগ্রি সার্টিফিকেটটি।

Shahrukh২৮ বছর পর কলেজ থেকে ডিগ্রি সার্টিফিকেট পেয়ে রীতিমত উত্তেজিত শাহরুখও। এই মুহূর্তটিকে বিশেষ বলে উল্লেখ করে তিনি বলেন, কলেজে এটা আমার জন্য সত্যিই একটি বিশেষ দিন। আমি আমার কলেজে ফিরে এসেছি, যা আমি ১৯৮৮ সালে রেখে গিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমি আমার ছেলে-মেয়েদের খুব মিস করছি, তারা আমার সঙ্গে থাকলে আমি এই কলেজের প্রত্যেকটি কোনা কাঞ্চি ঘুরে ফিরে দেখাতাম।

Shahrukh.3শাহরুখের হাতে ডিগ্রীর সার্টিফিকেট তুলে দিতে পেরে আনন্দিত কলেজটির বর্তমান প্রিন্সিপালও। বাদশার হাতে সার্টিফিকেট তুলে দেয়ার পর প্রিন্সিপাল রমা শর্মা জানান, তাদের কলেজের এক ছাত্রকে সুপারস্টার হিসেবে পেয়ে তারা গর্বিত। এতদিন শাহরুখের ডিগ্রিটি সযত্নে রেখে দিয়েছিলেন তারা। এখন সেটি শাহরুখের হাতে তুলে দিতে পেরে সত্যিই গর্বিত সবাই।

প্রসঙ্গত, মনিশ শর্মার পরিচালনায় শাহরুখের আসন্ন ছবি ‘ফ্যান’ মুক্তি পেতে যাচ্ছে আসেছে ১৫ এপ্রিল।