জন্মের ২২ দিন পরও শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারলেন না ডাক্তাররা

প্রকাশ: ২০১৬-০২-১৭ ১৯:৪৫:৩২


212430201602152031057993_Baby-with-multi-organ_SECVPF.gif1বাইশ দিন আগে সন্তানের জন্ম দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার দাভরি গ্রামের এক মহিলা। কিন্তু, তিনি পুত্র না কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তা এখনও জানতে পারেননি। তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি চিকিৎসকরাও।

২২ দিন বয়স হয়ে গেলেও নবজাতকের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ তার শারীরিক গঠন। তার মধ্যে স্ত্রী ও পুরুষ দুই লিঙ্গেরই বৈশিষ্ট্য ধরা পড়েছে। ওই শিশুটির লিঙ্গ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে তাকে নান্দেরের এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শরীরে পুরুষ না মহিলা কোন হরমোনের পরিমাণ বেশি তা সোনোগ্রাফি, DNA ও ক্রোমোজোম টেস্টের পরই বোঝা যাবে বলে অনুমান চিকিৎসকদের। তবে এই প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসক গঙ্গাধর কালে।

অন্যদিকে, ঔরঙ্গাবাদের চিকিৎসক কানুন ইয়াড়িকর বলেন, ৩০ হাজারের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। এদিকে আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় সমস্যায় পড়েছে ওই নবজাতকের পরিবার। তারা চাইছে, সমস্যা থেকে মুক্তি মিলুক তাড়াতাড়ি।

সানবিডি/ঢাকা/রাআ