আন্তর্জাতিক নৃবিজ্ঞান দিবসে কুবির নৃবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য আয়োজন
প্রকাশ: ২০১৬-০২-১৭ ২১:০৮:৪৮
আন্তর্জাতিক ভাবে প্রথম বারের মতো বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী ) কুবিতে পালন হতে যাচ্ছে বিশ্ব নৃবিজ্ঞান দিবস (এনথ্রোপলজি ডে)। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগও বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করেছে। এ বছরই আমেরিকান এনথ্রোপলজিক্যাল এ্যসোসিয়েশন আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এনথ্রোপলজি সোসাইটি কেক কাটা, র্যালী, আলোচনা সভাসহ নানা আয়োজন ও উদ্দীপনায় দিবসটি পালন করবে বলে জানান সোসাইটি ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মো: আইনুল হক।
জানা যায়, বিশ্বে নৃবিজ্ঞানের প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান এনথ্রোপলজিক্যাল এ্যসোসিয়েশন (এএএ) ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম জাতীয়ভাবে দিবসটি পালন করে। তবে এ বছর ১৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করবে এসোসিয়েশনটি।
সানবিডি/ঢাকা/রাআ