খুলনার ফুলতলায় নিখোঁজের দেড় মাস পর সেফটি ট্যাংকি থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-০২-১৭ ২২:০৩:১৬


Ibrahimনিখোঁজের প্রায় দেড় মাস পর মসজিদের সেফটি ট্যাংকের ভিতর থেকে উদ্ধার হল মোঃ ইব্রাহিম বিশ্বাস (২২) নামের এক যুবকের গলিত লাশ। এ ঘটনা ঘটেছে খুলনার ফুলতলা থানার দামোদর কারিকর পাড়া গ্রামে। সে ঐ গ্রামের মোঃ ইসমাঈল বিশ্বাসের পুত্র এবং পেশায় ছিল একজন মিল শ্রমিক।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১টার দিকে এলাকার কিছু তরুণ দামোদর কারিকর পাড়া বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে বলটি মসজিদের সেফটি ট্যাংকের পাশে গিয়ে পড়ে। সেটি আনতে গিয়ে কতিপয় তরুণ সেফটি ট্যাংকের মুখে কিছুটা খোলা জায়গা দিয়ে দুর্গন্ধ অনুভব করে এবং লাশের পড়নের প্যান্ট দেখতে পায়। বিষয়টি তারা এলাকাবাসী এবং পরে পুলিশকে জানায়।

বেলা আড়াইটার দিকে সুইপার নিয়ে থানার এস আই উজ্জ্বল দত্ত ট্যাংকের ভিতর থেকে গলিত লাশ উদ্ধার করেন। লাশের পরনের প্যান্ট ও স্যান্ডেল দেখে মা আবেদা বেগম (৪০) তার পুত্র ইব্রাহিমের লাশ সনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এদিকে, ইব্রাহিমের ছোট ভাই মোঃ আব্দুল্লাহ বিশ্বাস (১৮) জানায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভাই বাড়ী থেকে বের হয়। তারপর থেকে আর কোন সন্ধান মেলেনি। এলাকাবাসী জানায়, পেশায় স্থানীয় সুপার জুট মিলের শ্রমিক হলেও সে ছিল ক্রসফায়ারে নিহত সবুজ-মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার।

মনিরুল নিহত হওয়ার পর বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আভ্যন্তরিন বিরোধে জড়িয়ে পড়ে। অভ্যন্তরিন দ্বন্দের জের ধরে তাকে খুন করে তার লাশ গুমের জন্য সেফটি ট্যাংকটিতে ফেলতে পারে বলে পুলিশের ধারণা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সানবিডি/ঢাকা/রাআ