চবির ঝর্ণায় নেমে দুই ছাত্র নিহত
|| প্রকাশ: ২০১৫-১০-১২ ১৮:২৭:০৮ || আপডেট: ২০১৫-১০-১২ ১৮:২৭:০৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরি দল।
এরআগে বিকেল চারটার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। তারা ক্লাস শেষ করে ঝর্ণায় গোসল করতে নেমে ছিলেন।
ঝর্ণার পানিতে ডুবে মারা যাওয়া দুই ছাত্র হলেন, চবির মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন পাভেল ও আসাদুজ্জামান রিফাত। তারা দুইজনই ঘনিষ্ট বন্ধু এবং তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে চবি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এস আই হাবিব বাংলামেইলকে বলেন, ‘ঝর্ণায় গোসল করতে নেমে চবির দুই ছাত্র নিখোঁজ হয়েছে। এঘটনার পর আমরা ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে দু’জনের উদ্ধার করা হয়।’
এদিকে চবির দুই ছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ঘটাস্থলে রয়েছেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
জবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ঢাবি শিক্ষার্থী আটক
-
ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক: শিক্ষামন্ত্রী
-
স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ৮৫ শতাংশ উপস্থিতি
-
বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর চিন্তা
-
সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ
-
সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল