বিদেশি পাঠকরা আমার বইটি কিনছে: নাইস নূর

আপডেট: ২০১৬-০২-১৮ ১২:৫৬:২২


Nice Noor Coverঅমর একুশে গ্রন্থমেলায় আসা অনেক বিদেশি পাঠক এবারের বইমেলায় আমার প্রকাশিত ‘অ্যা টেল অব ব্লাইন্ড প্রিন্সেস’ বইটি কিনছেন বলে জানিয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক নাইস নূর। সানবিডি২৪.কমের সাথে একান্ত আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, বইমেলা ছাড়াও হোটেল সোনারগাঁও এর লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে আমার এই বইটি। হোটেলে আমার এই বইটি বেশি কিনছে বিদেশি পাঠকরা। তারা অনেক আগ্রহ ও উৎসাহ নিয়ে বইটি কিনেন। এছাড়াও বই মেলায় দেখেছি বিদেশিরা স্টলে স্টলে ঘুরে ইংরেজিতে লেখা বই খুঁজছে ও কিনেছেন।

তিনি বলেন, যারা বাংলা ও ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রী তারা আমার এই বইটি পড়লে গল্পের ছলে ইংরেজি শিখতে পারবেন। তাই অভিভাবকদের বলবো আপনার আপনাদের বাচ্চাদের জন্য ‘অ্যা টেল অব ব্লাইন্ড প্রিন্সেস’ বইটি সংগ্রহ করুন।

নাইস নূর বলেন, ‘‘অ্যা টেল অব ব্লাইন্ড প্রিন্সেস’, ইংরেজিতে আমার লেখা প্রথম রুপকথার গল্প। অন্যদিকে এটা আমার লেখা সপ্তম বই।  তাই বইটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি। পাঠকদের সারা ও ভাল পাওয়া যাচ্ছে। তাই আমি সিন্ধান্ত নিয়েছি এই বইয়ের সিরিজ লিখবো আমি।

অ্যা টেল অব ব্লাইন্ড প্রিন্সেস বইয়ের কাহিনী সংক্ষেপে নাইস নূর বলেন, “এক রাজার একটা রাজকন্যা ছিল। সেছিল জমন্মান্ধ হলেও দেখতে ছিল অনেক সুন্দরী। রাজকন্যার চোখ ভাল করার জন্য রাজা নানা ধরনের ডাক্তার-কবিরাজ, ওঁঝা-বোদ্ধ, ফকির-দরবেশ দেখাচ্ছেন। কোন কিছুতেই কোন কাজ হচ্ছে না। তখন এক জ্যোতিষি রাজাকে বললেন, রাজকন্যাকে যদি কেউ ভালবেসে বিয়ে করে তাহলে তার চোখ ভাল হয়ে যাবে। রাজ্যে রাজ্যে ঢাক-ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, যদি কেউ আমার রাজকন্যাকে বিয়ে করে তাহলে আমি তাকে রাজ্য লিখে দিবো। অনেকেই আসে কিন্তু সবার ভেতরে রাজ্যের লোভ ।  একদিন এক রাজকুমার রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়, ভালবেসে বিয়ে করে, আর তাতেই রাজকন্যার চোখ ভাল হয়ে যায়”। আর এভাবেই এগিয়ে যায় গল্পের কাহিনী।

উল্লেখ্য,  নাইস নূরের বই ‘অ্যা টেল অব ব্লাইন্ড প্রিন্সেস’ বইটি প্রকাশ করেছে  ‘ঝিঙেফুল’ । মেলায়  বইটি ঝিঙেফুল স্টলে (৬৩৪-৬৩৫) সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু ও ছবি এঁকেছেন আজিজুর রহমান।  বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

এদিকে নাইস নূর পেশায় সাংবাদিক হলেও, তাঁর লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। দেশের শীর্ষ স্থানীয় পত্রিকাগুলোতে শিশু-কিশোর পাতায় নাইস নূরের লেখা নিয়মিত প্রকাশিত হয়। তাঁর লেখা প্রথম বই ‘মেঠো পথে একদিন’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। এরপর  এক এক করে বড়দের জন্য ‘না ছোঁয়ার স্পর্শ’, ছোটদের জন্য ‘শুণ্ড ভূতের পাঁচকন্যা’, ‘কার্টুনের দেশে মনিকা’, ‘ফেসবুকে ভূত মামার রিকুয়েস্ট’ ও ‘সাদমানের ক্রিকেটার বন্ধু’, বইগুলো প্রকাশিত হয়েছে।

এবারের বইমেলায় সাহস পাবলিকেশন্স থেকে ‘জেবার প্রিয় বারবি ডল’ নামে আর একটি নতুন বই প্রকাশিত হবে বলে জানান নাইস নূর।

সানবিডি/ঢাকা/এসএস