চাঁদপুরের এক হাসপাতালে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৩:৫০:৩৫


Hospitalচাঁদপুরের ফরিদগঞ্জের ইসলামিয়া হাসপাতালের এক আয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে ওই হাসপাতালের এক পরিচালকই তাকে এই ধর্ষনের চেষ্টা করছে। আর এই ঘটনা ফাঁসের ভয়ে আয়াকে সারারাত হাসপাতালের একটি কক্ষে কৌশলে আটকে রাখারও অভিযোগ পাওয়া যায়।

গতকাল বুধবার বিকেলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাতে ঘটনার পর অভিযুক্ত পরিচালক ইয়াকুব পাটওয়ারী স্বপন পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. রহিম জানান, অভিযুক্ত পরিচালক ইয়াকুব পাটওয়ারী স্বপন হাসপাতালের আয়া রেখা বেগম (২৩)কে তার নিজের কক্ষ পরিষ্কারের কথা বলে ডেকে এনে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার দিলে সে ছাড়া পেয়ে উপস্থিত লোকজনকে জানায়। পরে হাসপাতালের লোকজন বিষয়টি জেনে হাসপাতালের সুনাম রক্ষার্থে ওই আয়াকে বিষয়টি চেপে যেতে অনুরোধ করে বলে জানান আ. রহিম।

 উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবদিন ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

সানবিডি/ঢাকা/ইমরান