রেকর্ড দামে ‘চুম্বন’ বিক্রি
প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৫:২৮:১৯
ফ্রান্সের ভাস্কর আগুস্ত রদ্যাঁরের বিখ্যাত ভাস্কর্য ‘দ্য কিস’ ২৫ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৯ কোটি ৭৫ লাখ টাকা।
ব্রোঞ্জে গড়া উনবিংশ শতাব্দীর ওই বিখ্যাত ভাস্কর্যটি মঙ্গলবার এক মার্কিন নাগরিক কিনে নিয়েছেন। প্যারিসে ওই নিলাম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রদ্যাঁর মৃত্যুর পর তার আর কোনও ভাস্কর্যই নিলামে এত বেশি দামে বিক্রি হয়নি।
১৯২৭ সালে তৈরি করা ভাস্কর্যটির উচ্চতা ৮৫ ফুট। মূল ভাস্কর্যটি তৈরি করা হয় ১৮৮৫ সালে। ‘দ্য কিস’ ভাস্কর্যটি যে দামে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছে তার চেয়েও দশ শতাংশেরও বেশি দামে বিক্রি হয়েছে। আর মার্কিন ওই নাগরিক ফোনের মাধ্যমে ভাস্কর্যটি কিনে নেন।
প্রসঙ্গত, রদ্যাঁরের ভাস্কর্যের আরও চারটি প্রতিমূর্তি এদিন নিলামে তোলা হয়েছিল।
সানবিডি/ঢাকা/এসএস