শিক্ষক-কর্মকর্তা ঘুষাঘুষি
প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৮:৪৬:৩৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দুই কর্মকর্তা ও ভাষা শিক্ষা কেন্দ্রের অতিথি এক শিক্ষকের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দেবব্রত পাল নামে বিশ্ববিদ্যাল শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক
বিশ্ববিদ্যালয় খেলার মাঠ পরিচর্যা করতে আসেন, এসময় ভাষা শিক্ষা কেন্দ্রের অতিথি শিক্ষক রাকিবুল হাসান তুষার এসে তাকে হঠাৎ কিলঘুষি মারতে শুরু করেন।
পরে খবর পেয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রের আরেক সহকারী পরিচালক সাদাত হোসেন শিক্ষক রাকিবুল হাসান তুষারের কাছে মারধরের কারণ জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায় তারা হাতাহাতি শুরু করেন। তিনজনই মুখমণ্ডলসহ শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছেন।
এ ব্যাপারে দুই কর্মকর্তা দেবব্রত পাল ও সাদাত হোসেন বলেন, আমরা তাকে আগে আঘাত করিনি, সেই আমাদের প্রথম মারধর করে।
এ বিষয়ে শিক্ষক রাকিবুল হাসান তুষারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জানতে চাইলে ভাষা শিক্ষা কেন্দ্রের দায়িত্বরত ইংরেজি বিভাগের শিক্ষক আফাজ উদ্দিন এ বিষয়ে বলেন, ‘অতিথি শিক্ষক রাকিবুল হাসান তুষার দীর্ঘদিন ধরে একজন মানসিক রোগী, সে আগেও অনেকের সাথে অস্বাভাবিক আচরণ করছেন, তবে এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত জেনে ব্যাবস্থা গ্রহণ করবে।’