ডেটিং-এ চার ভুল

প্রকাশ: ২০১৬-০২-১৮ ২১:১৭:৫১


3321সম্পর্কের ক্ষেত্রে ডেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ডেটিং যদি প্রথমবারের মতো হয় তাহলে বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতেই হয়। রোমান্টিক সম্পর্ক তৈরিতে আমরা যেসব ভুল করি তা নিয়ে সম্প্রতি যুক্তরাজ্যে একটি গবেষণা চালানো হয়।
অনলাইনভিত্তিক সম্পর্ক পরামর্শক ‘রিলেট’ নামে একটি প্রতিষ্ঠান জরিপটি চালায়।

‘রিলেট’ এর গবেষণায় বলা হয়, রোমান্টিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রতি ১০ জনে একজন বিভিন্ন জটিলতায় ভোগেন।
রিলেট এর দাম্পত্য পরামর্শক এবং ‘কপল থেরাপি: ড্রামাস অব লাভ অ্যান্ড সেক্স’ এর লেখক বারবারা ব্লুমফিল্ড। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন সম্পর্ক নিয়ে গবেষণা এবং লেখালেখির কাজে।

ডেটিং করতে গিয়ে মানুষ যে ভুলগুলো বেশি করে তা নিয়ে তিনি আলোচনা করেছেন। নিচে তা তুলে ধরা হলো:

একজনকে পছন্দ করুন: অনেকেই নিজের জন্য সঠিক মানুষটি নির্বাচন করতে ভুলে করেন। বারবারা ব্লুমফিল্ড বলেন, অনেক মানুষ আমার কাছে এসে বলে, তারা তাদের পছন্দের একজনের সঙ্গেই দেখা করতে চান। তবে যখন কোনো একজন ব্যক্তিকে অনেক মানুষ পছন্দ করেন তখন সঠিক ব্যক্তি বাছাই করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাকে সঠিক ব্যক্তিকে বাছাই করে নিতে হবে। এক্ষেত্রে যিনি আপনার জন্য সঠিক তাকেই বেছে নিতে হবে।

কথাবার্তা: যারা ডেটিং-এ যান তাদের কথা শুনতে আগ্রহী হওয়া উচিত। অনেকেই সম্পর্ক চালাতে গিয়ে জটিলতার সম্মুখীন হন। তারা সবসময়ই নিজেদের সম্পর্কে একপেশে কথাবার্তা বলে থাকেন। বারবারা ব্লুমফিল্ড বলেন, এক গবেষণার কাজে ২৭ জনের সঙ্গে কথা বলেছিলাম। তাদের মধ্যে ২৬ জনই এই কাজটা করেছিল।

আত্মবিশ্বাসের অভাব: পর্যাপ্ত আত্মবিশ্বাস নিয়ে ডেটিং-এ যাওয়া উচিত। অনেকেই হতাশ, বিষণ্ণ অবস্থায় ডেটিং এ যান। এই সময় ডেটিং এ যাওয়াটাই ভুল। আপনার মনে যখন প্রশান্তি এবং খোশমেজাজ কাজ করবে তখনই ডেটিংয়ের পথে পাবাড়ান।অর্থাৎ যে সময় ডেটিং করতেও আপনার ভালো লাগবে।

সৎ থাকুন:  অতিরিক্ত লজ্জা বা উদ্বেগের কারণে অনেকের ডেটিং সফল হয় না। প্রত্যাখ্যাত হলে কোনো সিদ্ধান্ত না নিয়েই অনেকে ডেটিং সমাপ্ত করেন। আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন তাহলে তাকে পছন্দের কথা বলুন এবং পুনরায় দেখা করতে চান সে বিষয়টি বুঝিয়ে বলুন। আর যদি পছন্দ সম্পর্কে নিশ্চিত না হোন, তাহলে ভাবার জন্য সময় নিন। আর যদি একেবারেই অপছন্দ হয় তাহলে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করুন। পছন্দ না হলে সম্পর্ক ঝুলিয়ে রাখবে না। অনিশ্চিত বা লজ্জা পাওয়ার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়।

সানবিডি/ঢাকা/আহো