স্কুলেই ছাত্রী ‘ধর্ষণ’, উধাও শিক্ষক

প্রকাশ: ২০১৬-০২-১৮ ২১:৩৩:১২


2015_11_14_18_13_20_pj0Y2kllwFZhPDrYRxfsIPfXGqI3mt_originalকেশবপুরের বুড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষেই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ‘যৌন হয়রানি’ করার অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা তালা ঝুলিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে কৌশলে পালিয়েছেন প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে গিয়ে ‘ঘটনার সত্যতা পেয়ে’ অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।

এলাকাবাসী সূত্র মতে, ইউনিয়ন পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে বুড়িহাটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে বুধবার পার্শ্ববর্তী ভান্ডারখোলা স্কুলে যায়। এ সুযোগে ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে অফিস কক্ষটি ঝাড়ু দিতে বলেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক অফিস কক্ষের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ‘যৌন হয়রানি’ করেন। রাতে ওই ছাত্রী তার মাকে ঘটনা জানালে বিষয়টি জানাজানি হয়।

বৃহস্পতিবার সকালে অভিভাবকরা স্কুলে জড়ো হলে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে প্রধান শিক্ষক পালিয়ে যান। এক পর্যায়ে ক্ষুব্ধ অভিভাবকরা তার বিচার দাবিতে বিক্ষোভ করে স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে। খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে যান। তিনি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন।

অভিভাবক জাকির হোসেন বলেন, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে স্কুলের মেয়েদের যৌন হয়রানি করে আসছেন। লোক লজ্জার ভয়ে তারা মুখ খোলে না।

অভিভাবক মিজানুর রহমান বলেন, ইতোপূর্বে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে শিক্ষা অফিসে অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি। তাকে আর এই স্কুলে ঢুকতে দেয়া হবে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিরাজুল আশরেকিন জানান, দুপুরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে অভিভাবক, ভুক্তভোগী বাবা-মা ও স্কুলছাত্রীর সাথে কথা বলেন। স্কুল ছাত্রী তাকে যৌন হয়রানির কথা জানালে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে অভিভাবকদের শান্ত করা হয়। এছাড়া এধরনের একটি প্রতিবেদন শুক্রবার জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, ঘটনাটি মৌখিকভাবে তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনকে জানিয়েছেন। এঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির জানান, তিনি ঘটনা শুনেছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সানবিডি/ঢাকা/আহো