ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০১ ১১:৩৬:৪৭


যানবাহনের চাপ ও পৃথক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ও ভোররাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে এবং সকালে ভূঞাপুর লিংক রোডে পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানো হয়েছে।

চালক ও যাত্রীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে আটকে আছি। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই ৭ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে প্রায় ৫ ঘণ্টা। যতক্ষণ যাবত যানজটে আটকা আছি ততক্ষণে ঢাকা যেতে পারতাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।