বায়ুমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে : পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০১ ২০:২৬:০৭
বায়ুমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শুক্রবার সন্ধ্যায় প্যারিসে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের দশম বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি, ঘানার পরিবেশমন্ত্রী ড. কোয়াকু আফ্রি, ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের অংশীদার মন্ত্রী ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বায়ুর গুণ-মান উন্নত করতে এবং স্বল্পমেয়াদি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী হ্রাসের জন্য জাতীয় কর্মপরিকল্পনায় ১১টি অগ্রাধিকারমূলক প্রশমন ব্যবস্থা চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশ। উচ্চাভিলাষী প্রশমন লক্ষ্যমাত্রাসহ নিঃশর্ত ও শর্তসাপেক্ষ উভয় লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে হালনাগাদ জলবায়ু প্রশমন পরিকল্পনা জমা দিয়েছে বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে গৃহস্থালির শক্তি নির্গমন ১৮ দশমিক ৫৫ শতাংশ, ইট ভাটা খাতের নির্গমন ৪৬ দশমিক ৫৪ শতাংশ এবং কঠিন পৌর বর্জ্য এবং বর্জ্য জল নির্গমন ৭ দশমিক ৯৩ শতাংশ হ্রাস করা।
বাংলাদেশের স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী কমানোর জাতীয় কর্মপরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ২০৪০ সাল নাগাদ ১৬ হাজার ৩০০ অকাল মৃত্যু রোধ, কালো কার্বন নিঃসরণ ৭২ শতাংশ ও মিথেন নিঃসরণ ৩৭ শতাংশ কমানো সম্ভব বলেও জানান তিনি।
এএ