ডোবার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০২ ১০:২২:৫২
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭)।
স্থানীয়রা জানান, সকালে ওই তিন শিশু খেলাধুলা করতে বের হয়। দুপুর হলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, খেলাধুলা করতে গিয়ে ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।’