ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র অপরাধী: চীন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০২ ১৩:১৭:০৫


ইউক্রেনের বর্তমান সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন। এছাড়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথে ন্যাটোকে ভেঙে দেওয়া উচিত ছিল বলেও মনে করে দেশটি। শুক্রবার (১ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ‘ইউক্রেন সংকটের অপরাধী এবং প্রধান উসকানিদাতা’ উল্লেখ করে বলেন, দেশটি ১৯৯৯ সালের পর থেকে গত দুই দশকে পাঁচ দফায় ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোকে সম্প্রসারণ করায় নেতৃত্ব দিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ন্যাটো সদস্য দেশের সংখ্যা ১৬ থেকে বেড়ে ৩০ হয়েছে। তারা পূর্ব দিকে প্রায় ১০০০ কিলোমিটার অঞ্চলে নিজেদের সম্প্রসারিত করেছে। যা রাশিয়া সীমান্তের একদম কাছাকাছি।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে ১২ দেশের সমন্বয়ে গঠিত হয় সামরিক জোট ন্যাটো। বর্তমানে জোটটির সদস্য দেশের সংখ্যা ৩০। রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বিরোধিতা করে আসছে। কারণ, এতে হুমকির মুখে পড়তে পারে অঞ্চলটিতে রাশিয়ার নিরাপত্তা।