মিল্কী হত্যার প্রতিশোধ নিতেই মিলু হত্যা: র্যাব
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০২ ১৩:২৮:২৯
টিপুকে মিল্কী হত্যার চার্জশিট থেকে বাদ দেয়ায় কিছু মানুষের ক্ষোভ থেকে যায়। তার প্রতিক্রিয়ায়ই টিপুকে খুন করার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন রাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, খুনের বদলে খুনের ধারণা থেকেই এই ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ এপ্রিল) রাতে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, র্যাব ৩ এর অভিযানে গত রাতে রাজধানীর মুগদা, শাহজাহানপুর ও মিরপুর এলাকা থেকে ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার (শুটার সালেহ) (৩৮), মো. নাছির উদ্দিন (কিলার নাছির) (৩৮), মো. মোরশেদুল আলম (কাইল্লা পলাশ) (৫১) গ্রেফতার করা হয়।
র্যাবের ব্রিফিংয়ে বলা হয়, কালাম নামে একজনের সাথে মিলে টিপু রিজভি হাসান বাবু হত্যাকাণ্ডে কয়েকজনের নামে মামলা করেন। অভিযুক্তরা মামলাটি হালকা করার চেষ্টা করে। তারা বিদেশ থেকে আন্ডার ওয়ার্ল্ডের সদস্যরা টিপুকে হুমকি দেয়, কালামকে সহায়তা না করার। একপর্যায়ে গ্রেফতার পলাশরা কালামকে মেরে ফেলার পরিকল্পনা করে, যেহেতু টিপুই ছিলো মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে বেশি সক্রিয়। এরই ধারাবাহিকতায় খুনটি সংঘটিত হয়।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।