দেখে নিন ২০১৬ সালে বের হওয়া ৫ হাজার টাকার সেরা ৩ স্মার্টফোন

প্রকাশ: ২০১৬-০২-১৯ ১৮:২৬:৫৪


smart-phone-harmsবাংলাদেশের স্থানীও বাজারের মোবাইল কোম্পানি গুলো গত ২ বছর ধরে ধারাবাহিক ভাবে মানসম্মত পণ্য কাছে তুলে ধরছে, যা এখন এদেশীয় মানুষের কাছে বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মোবাইল কোম্পানির ভেতরে আছে সিম্ফনি, ওয়াল্টন ইত্যাদি। চলতি বছরেও তারা বেশ ভালো মানের কিছু মোবাইল ফোন নিয়ে এসেছে। চলুন এক নজরে দেখে আসি ৫ হাজার টাকার মূল্যমানের নিচে অবস্থান করা সেরা তিনটি মোবাইল ফোন।

1. (Walton primo E6): মূল্য – ৪৭০০ টাকা
ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)

ওয়াল্টন প্রিমো ই৬ (Walton primo E6)

ক্যামেরা প্রাইমারী – ৫ মেগাপিক্সেলদ্বিতীয় ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল
মেমোরি ফোন মেমোরি – ৮ গিগাবাইটRam – ১ গিগাবাইট
ডিসপ্লে ৪.৫ ইঞ্চি মাল্টি টাচ

এই মোবাইলে সংযুক্ত আছে অ্যান্ড্রয়েড এর পঞ্চম সংস্করণ ললিপপ ৫.১ এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি। তাছাড়া ৯.৯ এমএম এই মোবাইলে সেন্সর হিসেবে থাকছে এ-জিপিএস , অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর , লাইট সেন্সর।

2. (Symphony xplorer v50): মূল্য – ৫৩৯০ টাকা
সিম্ফনি এক্সপ্লোরার ভ৫০ – (Symphony xplorer v50)

সিম্ফনি এক্সপ্লোরার ভ৫০ – (Symphony xplorer v50)

ক্যামেরা প্রাইমারী – ৫ মেগাপিক্সেলদ্বিতীয় ক্যামেরা – ভিজিএ
মেমোরি ফোন মেমোরি – ৮ গিগাবাইটRam – ১ গিগাবাইট
ডিসপ্লে ৪.৭ ইঞ্চি

বেশ আকর্ষণীয় এই মোবাইলের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড কিটক্যাট 4.4.2। সেন্সর হিসেবে পাচ্ছেন অ্যাকসিলরোমিটারটির সেন্সর(3D ) ,  জি-সেন্সর,  প্রক্সিমিটি সেন্সর,  লাইট সেন্সর,  জিপিএস,  AGPS  এবং সব কিছু থাকছে 10.3 মিমি বেধের এই মোবাইলটিতে।

3. (Walton primo EF3): মূল্য – ৫৩৯০ টাকা
best chip mobile (1)

ওয়াল্টন প্রিমো ইএফ৩ – (Walton promo EF3)

ক্যামেরা প্রাইমারী – ৫ মেগাপিক্সেলদ্বিতীয় ক্যামেরা – ভিজিএ
মেমোরি ফোন মেমোরি – ৮ গিগাবাইটRam – ১ গিগাবাইট
ডিসপ্লে ৫ ইঞ্চি

দুই সিম সাপোর্ট করে এই মোবাইলটি। ওয়াল্টন প্রিমো ইএফ৩ তে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড কিটক্যাট 4.4.2, যার সাথে নিয়ন্ত্রন উপযোগী সেন্সর হিসেবে আছে অ্যাকসিলরোমিটারটির(3D) , এ-জিপিএস।

তবে মোবাইল গুলোর যেভাবে আপনাকে ভোগাতে পারে:

ব্যাটারি – এই তিনটি মোবাইলের একটির ও ব্যাটারি ১৯০০ এমএএইচ এর বেশি না। হলফ করে বলা যায় আপনি যদি গেম খেলেন তাহলে এক টানা ৪ ঘণ্টার বেশি কোন ভাবেই চার্জ ধরে রাখতে পারবেন না।

ক্যামেরা – মোবাইলের সামনের ক্যামেরা .৩ মেগা পিক্সেলের বেশি ব্যাবহার করা হয় নাই। এটি আপনার সেলফি তুলার শখকে শেষ করে দিতে পারে।

সূত্র: ইন্টারনেট

সানবিডি/ঢাকা/রাআ