পাহাড়ি ঢলে হাওরে ২ কোটি টাকার ফসল নষ্টের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-০২ ২০:২৫:৪৫


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাইলট নদীর পানি উপচে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১৬০ হেক্টর জমির ফসল। সেই সঙ্গে উপজেলার শ্রীপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের গোলাবাড়ি, ছিলাইন তাহিরপুর, মান্দিয়াতা, রংচি, ইন্দ্রপুর, বাগলি, জয়পুর, লামাগাঁও ও রামসিমপুরসহ ১০ গ্রামের দুই হাজার কৃষকের ফসলি জমির ধান তলিয়ে গেছে। এতে দুই কোটি টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) সকালে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। গত কয়েকদিন হাওর পাড়ের কৃষকরা বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে আসছিলেন।

গোলাবাড়ি গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘সকালে তাহিরপুর সীমান্তের বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে পানি এসে পাটলাই নদীর পানি বেড়ে যায়। বাঁধের ওপর দিয়ে পানি বেয়ে যায়। এর কিছুক্ষণ পর বাঁধ ভেঙে ফসল তলিয়ে যায়।’

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে কৃষি জমির পরিমাণ খুবই কম। এটি মাছের অভয়াশ্রম। বাঁধ ভেঙে যাওয়ায় কৃষকের দুই কোটি টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে বাঁধ দেওয়ার নিয়ম নেই। এটি মূলত মাছের হাওর। প্রতিবছর স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁধ দেয়। হাওরে কৃষি জমির পরিমাণ কম। মেঘালয় পাহাড়ের ছড়া দিয়ে পাটলাই নদীর পানি বেড়ে বাঁধটি ভেঙে গেছে। এটি মেরামত কিংবা সংস্কারের সুযোগ নেই। পরে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।’

সানবিডি/এনজে