রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৫:৫৮:০৪


রাজধানীর রমনা ইস্কাটনের একটি বাসা থেকে মোছা. সারা কবীর (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালা লিপি আক্তার জানান, প্রেম করে ৮ মাস আগে তারেকের সঙ্গে সারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। আজ সকাল ১০টার দিকে, তাদের মধ্যে ঝগড়া হয়। পরে অভিমান করে তারা নিজের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সারা রমনার ইস্কাটনের ১০৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।