‘একজন ব্যক্তির ক্ষমতার লালসা মেটাচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৬:৩৮:১৬


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষের ক্ষুধা না মিটিয়ে একজন ব্যক্তির ক্ষমতার লালসা মেটাচ্ছে সরকার।

তিনি বলেন, সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (৩ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশের কৃষি ধ্বংসের দ্বারপ্রান্তে। সেচের পানির জন্য আত্মহত্যা করেছে কৃষক, এটা দেশের জন্য লজ্জাজনক।

সংবাদ সম্মেলনে কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে দলটি আগামী ৬ এপ্রিল ঢাকায় সমাবেশ এবং ৭ এপ্রিল সকল জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়। গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করেন দুই ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি।