রাজধানীতে বাসচাপায় সাইকেল আরোহীর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-০৩ ১৭:২৬:৩৫
রাজধানীর মোহাম্মদপুরে স্বাধীন পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক সাইকেল আরোহীর।
শনিবার রাত সাড়ে ১১টায় বসিলা ব্রিজের পাশে বাসটি সাইকেল আরোহীকে পিছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের নাম দেলোয়ার হোসেন পাটোয়ারী। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। তার বাবা মৃত ইয়াসিন পাটোয়ারী।
স্থানীয়রা জানান, একজন লোক সাইকেল চালিয়ে বসিলা ব্রিজ থেকে নেমে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্বাধীন পরিবহণের বাস লোকটিকে চাপা দিয়ে চলে যায়। আমরা দৌঁড়ে গিয়ে দেখি লোকটিকে বাসচাপা দিয়ে চলে গেছে। তখন আমরা থানায় ফোন দিলে হাজারীবাগ থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
হাজারীবাগ থানার এসআই জাহান-ই-আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। লাশের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। আপাতত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সানবিডি/এনজে