পার্লামেন্টে যা ঘটেছে তা সংবিধানের লঙ্ঘন: বিলাওয়াল
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৪ ১৮:০৮:১৮
ইমরান খানের অভ্যুত্থান বন্ধ করতে ও রাজনৈতিক সংকট মোকাবিলায় দেশটির সুপ্রিম কোর্টকে একটি পূর্ণাঙ্গ আদালতের বেঞ্চ গঠন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। সোমবার (৪ এপ্রিল) তিনি এই আহ্বান জানান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, রোববার পার্লামেন্টে যা ঘটেছে তা সংবিধানের ভয়াবহ লঙ্ঘন।
বিলাওয়াল ভুট্টো-জারদারির মতে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে একটি বৈধ পন্থা হলো অনাস্থা ভোট। ইমরান খান কেবলমাত্র তার অহংবোধের কারণে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে অনাস্থা প্রক্রিয়াকে হত্যা করলেন।
গতকাল রোববার দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবকে নাকচ করে দিয়েছে ডেপুটি স্পিকার। এটিকে ইমরান খান এবং তার দলের জন্য আত্মঘাতী বলে অভিহিত করেছেন পিপিপি চেয়ারম্যান।
বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, ‘তবে আমরা কখনোই খুশি হতে পারবো না কারণ আমরা গণতান্ত্রিক এবং সাংবিধানিক দল।’
এদিকে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজের ঘটনায় ইমরান খান এবং তার সহযোগীরা ষড়যন্ত্রকারী এবং রাষ্ট্রদ্রোহী।