স্ট্যান্ডার্ড ব্যাংকে “রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৪ ১৮:১৫:৩৪
পবিত্র মাহে রমজান এর সম্মানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড “রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং” শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। রোববার (৩ মার্চ) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ও এসবিএল শরি‘য়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোঃ সাইফুল্লাহ।
সেমিনারে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কো অর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ সহ ব্যাংকের সর্বস্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে ড. মোঃ সাইফুল্লাহ ইসলামে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সে অনুযায়ী আমল করার পরামর্শ দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ সেমিনারে উপস্থিত থাকার জন্য ড. সাইফুল্লাহকে ধন্যবাদ জানান। তিনি রমজানের গুরুত্ব অনুধাবন করে জীবনের সকল পর্যায়ে পবিত্র এই মাসের শিক্ষা পরিপালনের জন্য অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
এএ