খুলনার উজ্জ্বল হত্যা: ৫ জনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০৪ ১৯:২৫:৫০
খুলনার বহুল আলোচিত মডার্ন সি ফুডের কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা হত্যার দায়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক মেহেদী হাসান স্টারলিংসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ এপ্রিল) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কামরুল ইসলাম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শিল্পপতি রেজাউল হকের ছেলে মেহেদী হাসান স্টারলিং, আরিফুল হক সজল, নাহিদ রেজা রানা ওরফে রানা ওরফে লেজার রানা, মো. ডালিম শিকদার ওরফে অমর শিকদার ডালিম ও সজল মোল্লা। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার অন্য ৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৭ জুন সকালে খুলনা নগরের সামছুর রহমান রোডে মেয়ের স্কুলের সামনে উজ্জ্বল কুমার সাহার ওপর প্রকাশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার সময় উপস্থিত সকল আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। এর মধ্যে মামুনকে রিমান্ডে নিলে তিনি আদালতে হত্যার বর্ণনা ও মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেন। প্রথম তদন্ত কর্মকর্তা মডার্ন সি ফুডের পরিচালক মেহেদী হাসান স্টারলিংয়ের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করলে বাদী পক্ষ আদালতে নারাজি দেয়।
২০১৪ সালের ১৩ জানুয়ারি আদালতের নির্দেশে মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডির তদন্ত কর্মকর্তাও মেহেদী হাসান স্টারলিংয়ের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২০ সালের ১৪ ডিসেম্বর খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের আদেশ মোতাবেক মামলার তদন্ত পিবিআই হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের ওপর ন্যস্ত হয়। তিনি মামলা পর্যালোচনা করে দেখেন, মডার্ন সি ফুডের পরিচালক মেহেদী হাসান স্টারলিংয়ের অনৈতিক কার্যকলাপ ফাঁস করায় তার পরিকল্পনায় হত্যা করা হয় উজ্জ্বল কুমার সাহাকে। তিনি ২০২১ সালের ২ আগস্ট আদালতে মেহেদী হাসান স্টারলিংয়ের নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন।
মেহেদী হাসান স্টারলিং গত ২২ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।