যুক্তরাষ্ট্রে ২ শতাংশ বেড়েছে চা আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৫ ০৯:০৯:২০


চায়ের ব্যাপক চাহিদা বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে।পূরণে দেশটি পানীয় পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক ও গ্রিন চার আমদানিই বাড়ানো হয়েছে। তবে আমদানির পাশাপাশি আমদানি ব্যয়ও বেড়েছে। খবর ভিয়েতনাম নেট।

যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি-রফতানি বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৮ হাজার ৬৫০ টন চা আমদানি করেছে। আমদানিতে ব্যয় হয়েছে ৪ কোটি ৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ২ শতাংশ এবং আমদানি ব্যয় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এ সময় আর্জেন্টিনা, চীন ও ভারত ছিল যুক্তরাষ্ট্রের প্রধান তিন চা সরবরাহকারী দেশ। আমদানীকৃত চায়ের ৫৭ দশমিক ৭ শতাংশই এসেছে এসব দেশ থেকে। আমদানিতে পঞ্চম স্থানে ছিল ভিয়েতনাম। দেশটি থেকে চা আমদানি প্রায় দশমিক ৫ শতাংশ বেড়েছে।

জানুয়ারিতে প্রতি টন চা আমদানিতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪ হাজার ৬৮৮ ডলার ৭ সেন্ট। এক বছরে দাম বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ব্ল্যাক ও গ্রিন চা আমদানি করেছে। এ সময় ভিয়েতনাম দেশটিতে বিপুল পরিমাণে ব্ল্যাক টি সরবরাহ করে। আমদানি বেড়েছে দশমিক ৯ শতাংশ। তবে গত বছরের তুলনায় দেশটি থেকে গ্রিন টি আমদানি কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

সানবিডি/এনজে