নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০৬ ১৫:০৬:১৯


নাটোরের গুরুদাসপুরে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা হইতে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৬৫৫) অন্য আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে শ্যামলী পরিবহনের বাসটিতে থাকা প্রায় ২৫ জন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।