নারায়ণগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০২-১৯ ২৩:২৯:০৫
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় ঘটনাস্থল থেকে মেয়ের জামাই কাউসারকে রক্তমাখা একটি বটিসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- রাশিদা বেগম (৪০) ও তার মেয়ে লাভলী আক্তার (২৫)।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান বিষয়টি জানিয়েছেন।