বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০৬ ১৯:৪৫:২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন এলাকায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে যাত্রীবাহী বাসটি জাফলংয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।