স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৬ ২০:২৬:০৪
মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার ফিরোজায় ফিরে আসেন।
এর আগে এ দিন সকালে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করেছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড।
অধ্যাপক জাহিদ বলেন, এসব পরীক্ষা নিয়মিত চেকআপের অংশ। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপার্সন চিকিৎসা নিচ্ছেন।
বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরে নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। ওই সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত পহেলা ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় ফেরেন।
এএ