২.৮ শতাংশ বাড়তে পারে মালয়েশিয়ার পাম অয়েল মজুদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৭ ১৫:০৩:৪০


মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বাড়ার পূর্বাভাস মিলেছে। ঊর্ধ্বমুখী উৎপাদনই মজুদ বাড়াতে সহায়তা করেছে। এদিকে মজুদ বাড়ায় বাজারে পণ্যটির দাম কমার প্রত্যাশা তৈরি হয়েছে।

এ বিষয়ে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো বলছে, মার্চে মালয়েশিয়ায় পাম অয়েল মজুদের উত্থান-পতন নিয়ে ১১ এপ্রিল সরকারি প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মার্চে মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ লাখ ৬০ হাজার টনে। সে হিসেবে আগের মাসের তুলনায় মজুদ ২ দশমিক ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় মজুদ ৭ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে।

পুঁজিবাজারসংশ্লিষ্ট কোম্পানি সিজিএস-সিআইএমবি জানায়, এক মাসের ব্যবধানে মজুদ বাড়ার সম্ভাবনা দেখা দিলে ১০ বছরের গড় মজুদের তুলনায় গত মাসের মজুদ ২০ শতাংশ কমতে পারে। মূলত অপর্যাপ্ত সরবরাহকে এজন্য দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা।

এক নোটে সিজিএস-সিআইএমবি জানায়, মার্চে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন ফেব্রুয়ারির তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গত বছরের মার্চের তুলনায় উৎপাদন ৫ দশমিক ৮ শতাংশ কমতে পারে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে ১৩ লাখ ৪০ হাজার টনে।
এদিকে পাম অয়েল রফতানি বাড়ারও পূর্বাভাস মিলেছে।

মার্চে দেশটি ১১ লাখ ৭০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে ফেব্রুয়ারির তুলনায় রফতানি ৭ শতাংশ বাড়বে। তবে গত বছরের মার্চের তুলনায় রফতানি দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সানবিডি/এনজে