ডায়নাস্টি সিকিউরিটিজকে স্টক ব্রোকার সনদ প্রদান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৭ ১৬:১৩:২৮


স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে ডায়নাস্টি সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডায়নাস্টি সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭৮/২০২২/৫৮৩। তিন সংখ্যার ডিজিটাল আইডি হচ্ছে : ডিওয়াইএস। গত ২৭ জানুয়ারি কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস