সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৪-০৯ ১১:০৪:০৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৪ কোটি ৬৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের দর বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ারেম ৫.৪০ শতাংশ, লাফার্জ হোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস